স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৮ ০১:৩৪

ওমরাহ পালন করলেন মাশরাফি

ত্রিদেশীয় সিরিজের পরই অনেকটা চুপিসারে ওমরাহ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ত্রী-সন্তানদের নিয়ে গত মঙ্গলবার ওমরাহ পালন করেন তিনি। সঙ্গে আছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তাঁর স্ত্রী।

আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে। এই কদিন আগে সাকিব আল হাসানও ওমরাহ পালন করেন।

তার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে এই সিরিজে শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে যায় লাল-সবুজের দল।

তবে সিরিজের লিগ পর্বে দারুণ খেলেছিল বাংলাদেশ। ফাইনালে গিয়ে আর পেরে উঠেনি। শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। ফাইনালের পরদিনই মাশরাফি ওমরাহ পালন করতে সৌদি আরবে চলে যান।

এদিকে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। চট্টগ্রামে চলছে সিরিজের প্রথম টেস্ট। দুটি টেস্ট ম্যাচের পর দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 

আপনার মন্তব্য

আলোচিত