ক্রীড়া প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:২৮

বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

৩৩৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। হেরেছে বড় ব্যবধানে; ২১৫ রান।

বড় ব্যবধানে এ হারে সিরিজ হারল বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল।

ঢাকা টেস্টে আকিলা ধনাঞ্জয়ার স্পিনের কাছে কুপোকাত হয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন তিনি ৮ উইকেট। এটা ছিল তার প্রথম টেস্ট।

বাংলাদেশের পক্ষে মমিনুল সর্বোচ্চ ৩৩ রান এবং ২৫ রান করেন মুশফিক। দুই অংকের রান করা অপর দুই ব্যাটসম্যান হলেন ইমরুল (১৭) ও লিটন (১২)।

এরআগে, দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে শ্রীলঙ্কা অলআউট হয়ে গেলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৯।

৮ উইকেটে ২০০ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে শ্রীলঙ্কা। ২৬ রান তুলতেই বাকি ২ উইকেট হারায় সফরকারীরা। ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। দলীয় ২২৬ রানে পরপর ২ বলে তিনি ফিরিয়েছেন সুরঙ্গা লাকমল (২১) ও রঙ্গনা হেরাথকে। লঙ্কানরা সবকটি উইকেট হারিয়ে ফেলায়হ্যাটট্রিকের সুযোগ থাকল তার। ১৪৫ বলে ১০ চারে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রোশেন সিলভা।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২২২ ও ২২৬
বাংলাদেশ: ১১০ ও ১২৩
ফল: শ্রীলঙ্কা ২১৫ রানে জয়ী। শ্রীলঙ্কা ১-০তে সিরিজ জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: রোশোন সিলভা
ম্যান অব দ্যা সিরিজ: রোশোন সিলভা

আপনার মন্তব্য

আলোচিত