ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৩

সৌম্য-মুশফিকের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৯৩

মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কাকে ১৯৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাট করছিল বাংলাদেশ। অভিষিক্ত জাকির হাসান চতুর্থ ওভারের শেষ বলে ফেরার আগে স্কোরবোর্ডে উঠে ৪৯ রান। ঝড়ো ব্যাটিংয়ে টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সৌম্য সরকার। কিন্তু ১১তম ওভারে তিন বলের মধ্যে ফিরে যান সৌম্য ও আরেক অভিষিক্ত আফিফ হোসেন।

২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৩০ বলে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এ ওপেনার। কিন্তু ৫১ রান করেই কুশল মেন্ডিসের বলে এলবিডব্লিউর ফাঁদে ফিরে যান সৌম্য।

আন্তর্জাতিক অভিষেকে শুরুটা ভালো হয়নি জাকির হাসানের। চতুর্থ ওভারের শেষ বলে দানুষ্কা গুনাতিলকার বলে বোল্ড হন জাকির (১০)।

মুশফিক অপরাজিত থাকেন ৪৪ বলে করেন ৬৬ রান করে। অধিনায়ক মাহমুদউল্লাহ ৩১ বলে করেন ৪৩ রান করে আউট হন।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হলো জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল হক অপু এবং আরিফুল হকের।

আপনার মন্তব্য

আলোচিত