ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:৫৩

রেকর্ড ইনিংস ম্যাচে বাংলাদেশের হার

ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর গড়া ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে ১৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। তাই বাংলাদেশকে হারতে হয় ৬ উইকেটে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বিকেলে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৯০ রানের।

এ ম্যাচে বাংলাদেশের পক্ষে হাফ সেঞ্চুরি করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। ৩২ বল খেলে ৫১ রান করে আউট হন সৌম্য সরকার। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ৪৪ বল খেলে ৬৬ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত অর্ধশত না করতে পারলেও দারুণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বল খেলে ৪৩ রান করে আউট হন তিনি। শ্রীলঙ্কার পক্ষে দানুশকা গুনাথিলাকা ১টি, জীভন মেন্ডিস ২টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।

পরে ১৯৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে দারুণ খেলতে থাকে শ্রীলঙ্কা। তাদের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৫৩ রানে। অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে স্ট্যাম্পিং হন দানুশকা গুনাথিলাকা। ১৫ বল খেলে ৩০ রান করেন তিনি।

দলীয় ৯০ রানে আফিফ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন কুসল মেন্ডিস। ফেরার আগে ২৭ বল খেলে ৫৩ রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি মেন্ডিসের প্রথম হাফ সেঞ্চুরি।

দলীয় ৯২ রানে নাজমুল ইসলাম অপুর বলে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন উপুল থারাঙ্গা। ইনিংসের ১২তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ বানিয়ে নিরোশান ডিকওয়েলাকে ফিরিয়ে দিলেন তিনি। নয় বল খেলে ১১ রান করলেন ডিকওয়েলা।

লঙ্কান ওপেনার কুসল মেন্ডিস ২৭ বল খেলে ৫৩ রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। অপর ওপেনার দানুশকা গুনাথিলাকা ১৫ বল খেলে করেন ৩০ রান। ২৪ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন দাসুন শানাকা। ১৮ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম অপু ২টি, রুবেল হোসেন ১টি ও আফিফ হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৯৩/৫ (জাকির ১০, সৌম্য ৫১, মুশফিক ৬৬*, মাহমুদউল্লাহ ৪৩, সাব্বির ১, আরিফুল ১*; দানুশকা ০/৩৯, গুনাথিলাকা ১/১৬, উদানা ১/৪৫, থিসারা ১/৩৬, দনঞ্জয়া ০/৩২, জিবন ২/২১)।

শ্রীলঙ্কা: ১‌৬.৪ ওভারে ১৯৪/৪ (কুসল মেন্ডিস ৫৩, গুনাথিলাকা ৩০, থারাঙ্গা ৪, শানাকা ৪২* ডিকভেলা ১১, থিসারা ৩৯*; নাজমুল ২/২৫, সাইফ ০/৩৩, রুবেল ১/৫২, মুস্তাফিজ ০/৩২, আফিফ ১/২৬)।

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুসল মেন্ডিস।

আগামী ১৮ ফেব্রুয়ারি সিরিজের পরবর্তী ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত