সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০১৮ ১৯:২১

বোলিংয়ে বাংলাদেশ, তাসকিন বাদ

টস জেতো, বোলিং করো, ম্যাচ জিতে নাও! চলতি নিধাস ট্রফিতে এমন ঘটনার ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গুরুত্বপুর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং করবে বাংলাদেশ।

বুধবার কলম্বোয় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একাদশে ঢুকেছেন আরেক পেসার আবু হায়দার রনি।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে হচ্ছে টি-টুয়েন্টির এই নিধাস ট্রফির লড়াই। দেশটির স্বাধীনতা দিবস ৪ ফেব্রুয়ারি হলেও ৬ মার্চ টুর্নামেন্ট শুরু হয়। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

ভারতের বিপক্ষে প্রথম দেখায় ৬ উইকেটে হেরে গিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করে ইতিহাস গড়া জয় পায় টাইগাররা।

আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় ভারত। পরের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেট হারানোর পর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় রোহিত শর্মার দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

আপনার মন্তব্য

আলোচিত