স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০১৮ ০৩:১৮

হাসপাতালে অ্যালেক্স ফার্গুসন

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।

১৯৮৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানইউর কোচ ছিলেন অ্যালেক্স ফার্গুসন।

ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল টুইটার পেজে সাবেক এই কোচের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে টুইট করা হয়।

ক্লাবের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, শনিবার স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু সুস্থতার জন্য তাকে বেশ কিছু দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

ম্যানইউ অধিনায়ক মাইকেল ক্যারিক এক টুইট বার্তায় বলেন, ‘আমার সব চিন্তা-ভাবনা এবং প্রার্থনা তার জন্য। নিজেকে শক্ত করুন বস্।’

৭৬ বছর বয়সী স্কটিশ এই কোচ ২০১৩ সালের মে মাসে ইউনাইটেডের দায়িত্ব থেকে অবসর নেন। ম্যানইউর সঙ্গে ২৬ বছরের কোচিং ক্যারিয়ারে ইংলিশ ক্লাবটিকে ৩৮টি ট্রফি এনে দেন ফার্গুসন। তিনি থাকাকালীন ১৩টি ইংলিশ প্রিমিয়ার ট্রফি জেতে ম্যানইউ।

আপনার মন্তব্য

আলোচিত