স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০১৮ ০৪:০০

সেরি আ শিরোপার আরও কাছে জুভেন্টাস

ইতালিয়ান লিগ সেরি আ শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে জুভেন্টাস।

শনিবার রাতে নিজেদের মাঠে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে সবার ওপরে দলটি। ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। রোববার নাপোলি নিজেদের মাঠে হারলেই টানা সপ্তম শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভেন্টাসের।

ম্যাচের ৩০তম মিনিটে স্পট কিক থেকে বোলোনিয়াকে এগিয়ে নেন সিমোন ভার্ডি। ডি বক্সের মধ্যে ড্যানিয়েল রুগানি লরেন্সোকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা জুভেন্টাস ৫১তম মিনিটে আত্মঘাতী গোলের সমতায় আসে। হুয়ান কুয়াদ্রাদোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন দে মাইও।

ম্যাচের ৬৩তম মিনিটে এগিয়ে যায় বাঁ দিক থেকে দগলাস কস্তার ক্রস কেইটা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেছনে থাকা খেদিরা সুযোগটা কাজে লাগান। খেদিরা কেইটাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন কিনা, সেটা দেখতে এখানেও ব্যবহার করা হয় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি।

৬৯তম মিনিটে কস্তার বাড়ানো বল বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

আপনার মন্তব্য

আলোচিত