সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০১৫ ০০:৪৩

অস্ট্রেলিয়ার ১১১ বলে অলআউটের লজ্জা!

অস্ট্রেলিয়ার জন্যে চলমান অ্যাশেজ সিরিজ যেন লজ্জার প্রতিশব্দ হয়ে ওঠছে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া এবার মাত্র ১১১ বলে অলআউট হয়ে লজ্জায় ডুবল। এ বলগুলো খেলে তারা করতে পেরেছে  মাত্র ৬০ রান।

অস্ট্রেলিয়ার এ দুর্দশার মূল কারণ স্টুয়ার্ট ব্রড। আগুনঝরানো বোলিং করে ব্রড মাত্র ১৫ রানের খরচায় তুলে নেন ৮ অজি উইকেট। এটা ব্রডের ক্যারিয়ার সেরা বোলিংও।

টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে এমন লজ্জাজনক পারফরম্যান্সে তারা তাদের আগের রেকর্ড ভঙ্গ করল। এর আগে সবচেয়ে কম বলে আউট হওয়ার অস্ট্রেলিয়ান রেকর্ডটি ছিল ১৮৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে অল আউট হয়ে গিয়েছিল তারা। সেবার অবশ্য তারা ৫৩ রান করেছিল। 

তবে অস্ট্রেলিয়ার মাত্র ১৮.৩ ওভারে অর্থাৎ মাত্র ১১১ বলে ৬০ রানের ইনিংস গুটিয়ে যাওয়াটা টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বলে অলআউট হওয়ার রেকর্ড নয়। ১৯২৪ সালে ব্রামিংহামটনে ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকা গুটিয়ে গিয়েছিল মাত্র ৩০ রানে। ৩০ রান করতে প্রোটিয়াদের লেগেছিল ১২ ওভার তিন বল মানে ৭৫ বল

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (৬ আগস্ট) টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই বিপদে পড়ে।

প্রথম ওভারে ১০ রান তুললেও দুটি উইকেট হারায় সফরকারীরা। ২০০৩ সালের পর এই নিয়ে তৃতীয়বারের মতো কোনো টেস্ট ম্যাচের প্রথম ওভারে দুই বা তার বেশি উইকেট পড়তে দেখল ক্রিকেট বিশ্ব।

অস্ট্রেলিয়ার উইকেট পতনের এই মিছিল আর থামেনি। ২৫ বলে ২১ রান তুলতেই প্রথম ৫ উইকেট হারায় তারা। ২০০৩ সাল থেকে এর চেয়ে কম বলে টেস্ট ম্যাচের কোনো ইনিংসে আর কোনো দল প্রথম ৫ উইকেট হারায়নি।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ১৩ রান করেন মিচেল জনসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। যে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত রানের চেয়ে অতিরিক্ত খাত থেকেই সর্বোচ্চ ১৪ রান আসে।

আপনার মন্তব্য

আলোচিত