সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০১৫ ১৯:২৪

বাংলাদেশে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে আসছেন স্মিথ, ডেপুটি ওয়ার্নার

মাইকেল ক্লার্ক অবসরে যাওয়ার পর কে বাংলাদেশ সফরে অধিনায়ক হিসেবে আসছেন এ নিয়ে আলোচনা ছিল। অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের তাদের অধিনায়কের নাম ঘোষণা করল এবং নতুন অধিনায়ক স্টিভ স্মিথ আর সহ- অধিনায়ক হিসেবে থাকছেন ডেভিড ওয়ার্নার।

শুক্রবার (১৪ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সভায় নতুন টেস্ট অধিনায়ক হিসেবে স্মিথের নাম ঘোষণা করে। ২৬ বছর বয়সী স্মিথের ডেপুটি হিসেবে রাখা হয়েছে ২৮ বছর বয়সী ডেভিড ওয়ার্নারকে।

ভারতের বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক দলের বাইরে থাকায় অসিদের নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। সেদিক দিয়ে দেখলে স্মিথের অধিনায়ক হওয়ার মধ্যে কোনো চমক নেই খুব একটা।

স্মিথকে অধিনায়ক ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শও সেই কথাই স্মরণ করিয়ে দিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, 'গত সপ্তাহে মাইকেল ক্লার্ক যখন অবসরের ঘোষণা দেয় তখন স্মিথকে অধিনায়ক ঘোষণা করাটাই আমাদের জন্য সবচেয়ে সহজ সিদ্ধান্ত ছিল। তাকে অনেক বড় দায়িত্ব নিতে হবে।'

বিবৃতিতে স্মিথের অনেক প্রশংসাও করেছেন মার্শ। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকায় বাংলাদেশ সফরের পর একটি সফরে দলের টি২০ অধিনায়কের দায়িত্বও পালন করবেন স্মিথ।

আপনার মন্তব্য

আলোচিত