স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০১৫ ১৪:৫৫

এবার টেস্টে নিজেকে প্রমাণ করতে চান সৌম্য

সৌম্য সরকার বর্তমান ক্রিকেট বিশ্বে একটি পরিচিত নাম। নিজের পরিচয় তিনি তার ব্যাটেই দিতে পছন্দ করেন। তার বর্তমান আইসিসি র‍্যাংকিংয়ে তার ব্যাটিংয়ের যোগ্যতা প্রমান করে। নিজেও পছন্দ করেন ভয়হীন শট খেলতে তবে দলের অবস্থা বুঝে খেলেন সব সময়ই।

বুধবার মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প শেষ হওয়ার পর গন মাধ্যম কর্মীদের সাথে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে কথা বললেন। টেস্টে এখনো বড় স্কোর করতে পারেননি তিনি, তাই বেশিক্ষন ব্যাট করার জন্য কঠিন পরিশ্রম করছেন। বাকি দুই ফরম্যাটে অনেক শট খেলেন, বল নিজের মতো করে খেলতে পারেন।

টেস্টেও এমন কিছু ভেবেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে সৌম্য বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে টেস্ট অনেক ভিন্ন। একটা আলাদা ধরন আছে টেস্টের, সৌন্দর্য বা সবকিছু মিলিয়ে। আমি যেভাবে খেলি, সেই ধরণটা ধরে রাখতে চাই। এরপরও কিছু বিষয় আছে, সেসব গুছিয়ে নিচ্ছি নিজের উন্নতির জন্য। এইগুলো নিয়েই কাজ চলছে।’

নিজেদের ঝালিয়ে নিতে সব ক্রিকেটাররাই অনুশীলন করছেন। তাই অস্ট্রেলিয়ার সাথে টেস্টের আগে জাতীয় লিগেরও ম্যাচ আছে। কতটুকু ভালো হবে? সৌম্য বলেন, ‘এটা অবশ্যই ভালো। কারণ কোনো সিরিজের আগে যদি আমরা দুই-একটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাই সেটা খেলোয়াড় এবং দলের জন্য ভাল হয়। এটা হওয়াতে মনে হয় আমাদের জন্য খুবই ভালো হবে। ম্যাচের মাধ্যমে অনুশীলনটা
ভালোভাবে হযে যাবে। দলের জন্য এবং নিজের জন্যও ভালো হবে।’

আপনার মন্তব্য

আলোচিত