ক্রীড়া প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:২০

ঝুম বৃষ্টিতে শৈশবে ক্রিকেটাররা

ব্যাট বল তোলে রেখে, কন্ডিশনিং ক্যাম্প, ফিটনেস ট্রেনিং সব বাদ দিয়ে শৈশবে ফিরে গেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।তাদের শৈশবে ফেরালো বৃষ্টিমুখর দিন। ক্যালেন্ডারের পাতায় বর্ষা শেষ হয়েছে, চলছে শরতকাল। তবে শরতেও তীব্রভাবে দেশজুড়ে নেমে এসেছে শ্রাবণঢল। অসময়ের বৃষ্টির কারণে প্রাত্যহিক  রুটিনে ঘটছে বদল। তবে সেই বদলকে আনন্দের উপলক্ষ বানিয়ে উপভোগ করছেন ক্রিকেটাররা।  

মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঘাসের পর বৃষ্টির পানি জমে অন্যরকম এক আবহ তৈরি করলে সেখানেই নেমে পড়েন মাশরাফি-সৌম্য-নাসিররা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৌম্য সরকার একটি ছবি পোষ্ট করে সেখানে লিখেন- 'আজ বৃষ্টিতে'। ছবি দেখা যায় মনের আনন্দে ঘাসের উপর জমে থাকা বৃষ্টির পানিতে গড়াগড়ি খাচ্ছেন সৌম্য-মুস্তাফিজ-নাসির-আল আমিনরা। আর পাশেই দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিচ্ছেন অধিনায়ক মাশরাফি। শেষে এতে যোগ দেন টেস্ট অধিনায়ক মুশফিকও।



অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে গত ২৫ আগস্ট থেকেই শুরু হয়েছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। আবহাওয়ার কন্ডিশন খারাপ থাকায় প্রায়ই ব্যাঘাত ঘটছে তা। একের পর এক সিরিজ জয়ের মধ্যে থাকা ফুরফুরে ক্রিকেটাররা অবশ্য বৃষ্টির বাগড়াকে  আনন্দের উপলক্ষ বানিয়ে মেতে উঠছেন শৈশবের উচ্ছ্বাসে। ছকে বাঁধা জীবনে এমন বাঁধনহীন আনন্দ কি সচরাচর মিলে!

আপনার মন্তব্য

আলোচিত