নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৩৬

সিলেট প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার ৩য় রাউন্ড শুরু ৫ সেপ্টেম্বর থেকে

সিলেট প্রেসক্লাবের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার ৩য় রাউন্ড শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর শনিবার থেকে। মংগলবার বিকেলে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বদরুজ্জামান বদর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩য় রাউন্ডের ফিক্সচার প্রকাশ করা হয়।

এতে শনিবার প্রথম দিন দুপুর ১২টায় ক্যারম এককের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার বর্তমান রানার আপ মো. কামরুল ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করবেন দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার নূর আহমদ।

দ্বিতীয় খেলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের বিপক্ষে লড়বেন সিলেট প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আবদুল মুক্তি অপি।

কই দিন দাবা খেলায় সময় টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান ইকরামুল কবির লড়বেন দৈনিক যুগান্তরের সিলেট প্রতিনিধি আবদুর রশিদ রেনু।

এছাড়া কলব্রিজে সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বদর, সময় টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান ইকরামুল কবির, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও এটিএন নিউজের সিলেট কর্মরত সজল ছত্রী অংশ নিবেন।

পরদিন রোববার বাংলাভিশন টেলিভিশনের ক্যামেরাপার্সন মো. বদরুর রহমান বাবরের বিপক্ষে ক্যারম এককে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ।

দিনের অপর খেলায় সাংবাদিক কাজী হেলাল খেলবেন একাত্তর টেলিভিশনের ব্যুারো প্রধান ইকবাল মাহমুদের বিপক্ষে। দাবা খেলায় বাংলানিউজ ২৪ ডটকমের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসিরের বিপক্ষে লড়বেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চিত্র সাংবাদিক নাজমুল কবীর পাভেল।

কলব্রিজে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুল, দেশ টিভির বিভাগীয় প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম অংশ নিবেন।

তৃতীয় দিন সোমবার ক্যারম এককে দৈনিক কাজিরবাজারের স্টাফ রিপোর্টার জেড এম শামসুল বনাম দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া ফজল লড়বেন।

ক্যারম দ্বৈততে ফাইনালে উঠার লড়াইয়ে সিলেট প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আবদুল মুক্তি অপি ও দৈনিক সবুজ সিলেটের চিত্র সাংবাদিক কয়েছ আহমদ লড়বেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুল ও ক্যামেরাপার্সন আনিস রহমান।

দাবায় আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু লড়বেন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম।

চতুর্থ দিন ক্যারম দ্বৈততে সাংবাদিক চৌধূরী আমীরুল হোসেন ও দৈনিক খবর পত্রিকার রিপোর্টার এম এ মতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম।

একই দিন অকশনব্রিজের ফাইনালে সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বদর, সময় টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান ইকরামুল কবির, বাংলানিউজ ২৪ ডটকমের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির ও দেশ টিভির বিভাগীয় প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া খেলায় বাই পেয়েছেন দাবায় বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন শিহাব, কলব্রিজে বাংলানিউজ ২৪ ডটকমের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির ও সাংবাদিক কাজী হেলাল।

এবছর প্রেসক্লাবের খেলার স্পন্সর হয়েছে ফ্যাশন হাউজ মাহা।

আপনার মন্তব্য

আলোচিত