ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২০ ১৮:৪৬

খেলা গড়াল ৪৩ ওভারে

বৃষ্টিতে বন্ধ থাকার পর আবারো মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। এর আগে খেলার ৩৪ ওভার চলাকালে বৃষ্টিতে বৃষ্টি হানা আনে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। তখন বাংলাদেশের সংগ্রহ ছিলো ৩৩ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান।

আড়াই ঘণ্টার একটু বেশি সময় বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই বন্ধ থাকে দুই দলের। সময় নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু ওভার কমে গেছে। দুদলের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে নামিয়ে আনা হয়েছে ৪৩ ওভারে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে মাঠের লড়াই।

দারুণ ছন্দে থাকা লিটন ও তামিম শুরু থেকেই বেশ সাবলীল খেলছিলেন। দুইজনই সিরিজে একটি করে সেঞ্চুরি পেয়েছেন। এদিন নিজের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন। ৫৪ বলে ফিফটি স্পর্শ করা লিটন ১১৪ বলে সেঞ্চুরি পূরণ করেন। তাতে ছিল ১৩টি দৃষ্টিনন্দন বাউন্ডারি। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন তামিমও। ৭৯ রানের ইনিংসে চারের চেয়ে ছক্কা মেরেছেন বেশি। ৩টি চার ও ৪টি ছক্কায় কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এ ওপেনার।


আপনার মন্তব্য

আলোচিত