নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২০ ১৩:৫৫

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৩ জুন) দুপুর ২টা ১০ মিনিটে চুনারুঘাট থানাধীন দক্ষিণ দেওরগাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় দুইটি মোবাইল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. মহিবুর রহমান (২৬) হবিগঞ্জের চুনারুঘাটের খড়মপুর বস্তি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও মো. বাবুল মিয়া (৩৪) একই উপজেলার দেওর গাছ গ্রামের আ. মোতালেবের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

আপনার মন্তব্য

আলোচিত