নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২০ ২২:৫২

শাবিতে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।

বৃহস্পতিবার (১৮ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৭৩ টি নমুনা গ্রহণ করা হয় এবং এর সবগুলোই সেদিন পরীক্ষা করা হয় বলেও জানান তিনি। এ ৪৭ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৫৮ জনের।

বিজ্ঞাপন

 

এর আগে বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ২৮৮৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত