বড়লেখা প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৫ ১৫:৫৭

বড়লেখায় নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

২০ জন প্রতিযোগীর মধ্যে বড়লেখা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলম হোসেন ১ম, বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস ২য় ও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সারিয়া আবেদীন ইতু ৩য় স্থান অধিকার করে।  

প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, প্রধান শিক্ষক দিপক নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত