চুনারুঘাট প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২০ ০০:০৩

চুনারুঘাটে হেমাঙ্গ বিশ্বাসের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত

উপমহাদেশের প্রখ্যাত বাঙালি গণসংগীত শিল্পী, কবি ও গীতিকার হেমাঙ্গ বিশ্বাস এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (২২নভেম্বর) সন্ধ্যা ৭টায় চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী সভাপতিত্বে ও আশিকুর রহমান সামীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন -উপজেলা সমাজসেবা অফিসার বারিন্দ্র চন্দ্র রায়, পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেল ও  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলামীন চকদার রিপন, জাহিদুল হক তালুকদার রিপন, সিরাজুর রহমান সেলিম, কাউসার খসরু, নুরু উদ্দিন, রুবেল তালুকদার প্রমুখ।

এ সভায় বক্তারা বলেন, শ্রমজীবি মেহনতী সর্বহারা মানুষের কণ্ঠস্বর আন্তর্জাতিক সংগীতের অনুবাদক হেমাঙ্গ বিশ্বাসের আদর্শ ও মৌলিকত্ব চর্চা আমাদের ধরে রাখতে হবে।

প্রসঙ্গত, হেমাঙ্গ বিশ্বাসের পৈত্রিক নিবাস হবিগঞ্জের চুনারুঘাটে। তার জন্ম ও বেড়ে উঠাও এখানে।

আপনার মন্তব্য

আলোচিত