তাহিরপুর প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২০ ১৯:২৬

তাহিরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর )দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি প্রণোদনায় ৯৪০ জন কৃষককে হাইব্রিড বোরোধান, গম, ভুট্টা ও সরিষা ও পুনর্বাসন (বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক) ২৯০ জন কৃষকে গম ও ভুট্টা দেয়া হয়।

এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা’র সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

এসময় উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত