হবিগঞ্জ প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২০ ১৯:৫২

হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে হবিগঞ্জ শহরের সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন নিউ লাইফ ফিজিওথেরাপি সেন্টার এবং ঘাঁটিয়া বাজার এলাকায় বাধন ছিটঘর ও প্রিয় ছিটঘরকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মো. রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক ও পরিদর্শক বিসএসটিআই মো. মাসুদ রানা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের পাশে নিউ লাইফ ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টারকে ডাক্তার পদবী না থাকা সত্ত্বেও পদবী ব্যবহার। সাইনবোর্ড ও ঘষামাজা মূল্যতালিকা প্রদর্শন, ল্যাবটেস্ট যথাযথভাবে সম্পন্ন না করা এবং দায়িত্বশীল মেডিক্যাল প্র‍্যাক্টিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘাটিয়াবাজারের বাধন ও প্রিয় ছিটঘরকে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত