জৈন্তাপুর প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২০ ১৯:৪৫

জৈন্তাপুরে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের উপর জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন। এর পর প্রতিটি গ্রুপ থেকে পৃথকভাবে জৈন্তাপুর উপজেলার একেকটি সমস্যা ছক আকারে উপস্থাপন করেন। সেখান থেকে বাছাই করে একটি বিষয়ের উপর সবাই একমত পোষণ করেন। বাছাইকৃত বিষয়টি হল- জৈন্তাপুর উপজেলার সকল পতিত জমি চাষের আওতায় নিয়ে আসতে হবে। আর এতেই সম্ভব স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুলেমান হোসেন, সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সালাউদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল জলিল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী নরেন্দ্র হোম চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াহিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল ভূঁইয়া, সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা হাসিনুল হক হুসনু, আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল সদস্য নাজমুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, এনজিও কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত