তাহিরপুর প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২০ ১৭:৩৬

তাহিরপুরে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু কর্নার মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন এর সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, চেয়ারম্যান বোরহান উদ্দিন, আবুল কাশেম, আব্দুর জহুর, খসরুল আলম, আফতাব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সচিব, সরকারী সকল বিভাগের কর্মকর্তাগন, স্থানীয় সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত