শ্রীমঙ্গল প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৮

স্ত্রী হত্যার অভিযোগ : শ্রীমঙ্গলে সাংবাদিক গ্রেপ্তার

অনুজকান্তি দাশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যার অভিযোগে দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য অনুজকান্তি দাশ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার পূর্বাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরআগে গত ২৯ নভেম্বর অনুজকান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ (২৫) সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর সিলেট থেকে লাশ শ্রীমঙ্গলে নিয়ে এসে দাহ করার প্রস্তুতি নেয় অনুজকান্তি দাশ ও তার পরিবার। এসময় অনিতার বাবার বাড়ির লোকজন দাহ করার কাজে বাধা দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এঘটনায় অনিতা রানী দাশের পিতা দিলীপ দাশ বাদী হয়ে ৩ নভেম্বর শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।

মৃত অনিতা রানীর দাশের পিতা দিলীপ দাশ বলেন, ‘আমার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং এলাকায়। ২০১৭ সালের দিকে পারিবারিকভাবে শ্রীমঙ্গলের নরেশ চন্দ্র দাশের ছেলে অনুজকান্তি দাশের কাছে আমার মেয়েকে বিয়ে দেই। বিয়ের পর কয়েকদিন পর থেকেই অনুজকান্তি দাশ নেশাগ্রস্ত হয়ে প্রায়ই আমার মেয়েকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দিতো। আমার মেয়ে মারা যাওয়ার কয়েকদিন আগে মেয়ে আমার বাড়িতেই সুস্থ্য অবস্থায় ছিলো। স্থানীয় মুরব্বিরা আমার মেয়েকে শালিসের মাধ্যমে শ্রীমঙ্গলে নিয়ে আসে। ঘটনার দুইদিন আগেও আমি শ্রীমঙ্গল এসে আমার মেয়েকে সুস্থ্য অবস্থায় দেখে যাই। ঘটনার দিন রাতে অনুজকান্তি দাশ ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে মারধর করে জখম করে শ্রীমঙ্গলের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে এভাবে নির্যাতন করে হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, ‘আমরা তদন্ত সাপেক্ষে শুক্রবার মামলাটি রেকর্ড করি। লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে অনুজকান্তি দাশের বিরুদ্ধে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনুজকান্তি দাশকে আজ (শনিবার) মৌলভীবাজার কোর্টে পাঠানো হয়েছে। আমরা আদালতের কাছে রিমান্ডের আবেদন করবো।’

আপনার মন্তব্য

আলোচিত