নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২০ ২১:০৩

আম্বরখানায় সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

এক শ্রমিকের উপর হামলার অভিযোগ

এক শ্রমিককে ছুরিকাঘাতের অভিযোগে সিলেট নগরের আম্বরখানায় সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। অবরোধের পর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে আম্বরখানার গোল্ডেন টাওয়ারের এক ব্যক্তি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চৌহাট্টা-৩) শাখার রাজু নামের এক শ্রমিকের উপর হামলা করে তাকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় আম্বরখানা পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। অবরোধকালে শ্রমিকরা হামলাকারীর বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় টিলাগড়, এয়ারপোর্ট ও সুনামগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘন্টা সময় সড়ক অবরোধ রাখার পর এসএমপির এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে পৌঁছে এবং শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

নগরের বিমনানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, মালিকের সঙ্গে গাড়ি চালকের বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে কিছু শ্রমিক আম্বরখানায় জড়ো হয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে তা তুলে দেয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে বৈঠক চলছে।

আপনার মন্তব্য

আলোচিত