সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৫ ১৮:৩৭

এরশাদ ষড়যন্ত্রের শিক্ষা দেননি: জকিগঞ্জে আব্দুল্লাহ সিদ্দিকী

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, জকিগঞ্জ উপজেলা সবসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। তাই, এ উপজেলায় কোন ষড়যন্ত্রকারী জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারবে না। কারণ, সাবেক রাষ্ট্রপতি, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ কোনদিন নেতাকর্মীদের ষড়যন্ত্রের রাজনীতির শিক্ষা দেননি। জকিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নেতারা এরশাদের আদর্শে বিশ্বাসী।

তিনি বলেন, আর অপেক্ষা করার সময় নেই। উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। জকিগঞ্জ কানাইঘাট আসনসহ সিলেটের সিংহভাগ আসনে আগামীতে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতায় আনতে হবে। একইসাথে জকিগঞ্জ জাতীয় পার্টির সকল কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

তিনি শুক্রবার বিকেলে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা জাতীয় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবীব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, জাপা নেতা নাজমুল ইসলাম, ফখরুল ইসলাম সোহেল, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বর্তমান সহ-সভাপতি মালেক আহমদ মানই, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী বাবুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, উপজেলা জাপা নেতা ইব্রাহিম আলী, কামাল আহমদ, আব্দুর রশিদ চৌধুরী মেম্বার, মোস্তাউর রহমান চুনু, আবুল হাসনাত বাবুল, মোস্তফা কামাল, লুৎফুর রহমান তাপাদার লতিফ, আব্দুন নুর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত