তাহিরপুর প্রতিনিধি

১১ মার্চ, ২০২১ ১৫:০৪

তাহিরপুরে ১৭ ও ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতি সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

এ-উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা বঙ্গবন্ধু অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখুঞ্জি, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুস শাহীদ, সদর চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাসেমসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত