সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০২১ ২২:৪৮

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী মন্দিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডিকোম নিজুম সাংমা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, কোতোয়ালী থানার আহ্বায়ক পান্না লাল রায়, জালালাবাদ থানার আহ্বায়ক ডা. জীবন কৃষ্ণ গোস্বামী, মোগলাবাজার থানার সভাপতি রাজ কুমার পাল, ছাত্র যুব ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি শান্ত দেব, ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মনমোহন দেবনাথ, শাহপান থানার সদস্য সচিব ভানু দেবনাথ, এয়ারপোর্ট থানার আহ্বায়ক ডিজি রুমু, কার্যনির্বহী সদস্য জ্যোতিশ দত্ত, ছাত্র যুব এক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রতীন্দ্র দাস ভক্ত, অরুন দেবনাথ, দক্ষিণ সুরমা ঐক্য পরিষদের সভাপতি অরিন্দম দাস হাবলু, দক্ষিণ সুরমা সাধারণ সম্পাদক আপন দাস, মোগলাবাজার থানার সহ সভাপতি রপন চন্দ্র পাল, ঐক্য পরিষদ মহানগর সদস্য নিখিল মালাকার, মলয় কর, আনন্দ সমাদার, মিন্টু প্রকাশ, নিতাই চন্দ্র নাথ, রঞ্জিত বালা প্রমুখ।  

সভায় মেজর জেনারেল সিআর দত্ত, হিন্দু সংস্কারক সিলেট জেলা সমিতির সভাপতি জলধীর রঞ্জন চৌধুরী, শ্রীমা সারদা সংঘ সিলেটের সাধারণ সম্পাদিকা বিথীকা দত্ত, নির্মলাবালা ছাত্রাবাসের সাধারণ সম্পাদক ধীরেন্দ্র সূত্রধর, মিন্টু দাস, ঝন্টু কুমার দে, অলক দাশের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজীববর্ষ পালন উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ আলোচনা সভা করা হবে। মার্চ মাসের মধ্যে ছাত্র যুব ঐক্য পরিষদের সম্মেলনের মাধ্যমে ছাত্র ও যুব ঐক্য পরিষদ গঠন করা হবে ও মেয়াদ উর্ত্তীণ থানা কমিটির সম্মেলনের আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত