নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২১ ১৬:৪০

সিলেটে আসা লন্ডনফেরত আরও ১৫২ যাত্রী কোয়ারেন্টিনে

সিলেটে লন্ডন ফেরত আরও ১৫২ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত ১৫২ যাত্রীর মধ্যে ১৪৭ যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৫ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ১৫২ যাত্রীর মধ্যে ১৪৭ জনকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর ১০টি হোটেলে পাঠানো হয়েছে। এছাড়া ৫ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত সকল যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন, হোটেল অনুরাগে ২০ জন, হোটেল নূরজাহানে ১০ জন, হোটেল হলি গেটে ৩১ জন, হোটেল লা রোজে ৭ জন, হোটেল লা ভিস্তায় ১১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ৩ জন ও রয়েল প্লাম হোটেলে ১০ জন রয়েছেন। এছাড়া ৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত