তাহিরপুর প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২২ ১৪:৩৯

তাহিরপুরে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১২-১৭ বছরের শিশুদের ফাইজার টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কায্যালয়ে প্রধান অতিথি হিসেবে টিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুবলীগ নেতা আবুল কাশেম, তোফাজ্জল হোসেন, এস আই গোলাম হাক্কানী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত