তাহিরপুর প্রতিনিধি:

১৫ জানুয়ারি, ২০২২ ০০:১৪

তাহিরপুর শব্দদূষণ বন্ধসহ নির্বাচনী আচরণবিধি পালনে সভা

উচ্চমাত্রার শব্দ বন্ধসহ নির্বাচনী আচরণবিধি পালনের বিষয়ে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের কার্যালয়ে মতবিনিময় সভা অনুুুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের সাথে এই সভা হয়।

এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী পক্ষে আলমগীর খোকন, জুনাব আলী, বাচ্ছু মিয়া, হোসাইন শরীফ বিপ্লব, আতিকুর রহমান ও বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজাদ হোসাইন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পক্ষে প্রতিনিধি, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, তাহিরপুর থানার এসআই গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আচরণবিধি না মানা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, অন্যান্য ইউনিয়নের প্রার্থীদের সাথেও পর্যায়ক্রমে এই ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত