নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

১৫ জানুয়ারি, ২০২২ ১৮:১২

দোকান সিলগালার হুমকি দিয়ে চাঁদাবাজি, অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা পাতা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিরুদ্ধে৷

অভিযোগ, শ্রীমঙ্গল শহরের সাগরদীঘি সড়কের পূর্বা টি সাপ্লাইয়ের সত্বাধিকারী নারায়ন সূত্রধরের কাছ থেকে ভয় দেখিয়ে একলক্ষ টাকা নিয়ে যায় ডিবি পুলিশ৷

ওই ব্যবসায়ী অভিযোগ করে বলেন, গত বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ৬/৭ জনের একটি দল এসে পূর্বা টি সাপ্লাইয়ে অভিযান চালায়৷ এসময় পূর্বা টি সাপ্লাইয়ের গুদামেও অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল৷ সেখানে অভিযান চালানোর সময় ডিবি পুলিশ সদস্যরা নারায়ন সূত্রধরের দোকানে অবৈধ ও ভেজাল চা পাতা থাকার অভিযোগে তার দোকান সিলগালা করার হুমকি দেন৷ পাশাপাশি নারায়নকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেন৷

পরে নারায়ন সূত্রধর শহরের আরেক ব্যবসায়ী জামাল টি হাউসের সত্বাধিকারী জামাল মিয়ার মধ্যস্ততায় এক লক্ষ টাকায় দফারফা করা হয়৷

নারায়ন সূত্রধর বলেন, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ছয় সাতজনের ডিবি পুলিশের একটি দল প্রবেশ করে৷ তারা আমার গুদামে ঢুকে আমার কর্মচারীদের মোবাইল কেড়ে নেয় পাশাপাশি তারা আমার মোবাইলও নিয়ে নেয় এবং জোরপূর্বক আমার দোকানের সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে বলে৷

এরপর তারা আমার দোকানে অবৈধ ও ভেজাল চা পাতা থাকার অভিযোগে আমার দোকান ও গুদাম সিলগালা করার কথা বলে৷ পরে তারা আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বলে, আপনার দোকানে প্রায় ২০ লাখ টাকার চা পাতা আছে দোকান সিলগালা করলে এবং আপনাকে ধরে নিয়ে গেলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে৷ একপর্যায়ে দরকষাকষির পর এক লক্ষ টাকা তারা আমার কাছ থেকে জোরপূর্বক নিয়ে যায়৷

জামাল টি হাউসের সত্বাধিকারী জামাল মিয়া গনমাধ্যমকে বলেন, ডিবি সদস্যরা ১০ লাখ টাকা না দেয়ায় নারায়নকে প্রথমে গাড়ীতে তুলে নেয়৷ পরে দরকষাকষি করে টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেয় ডিবি পুলিশ৷

শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম বলেন, আমি আজ সকালে বিষয়টি জেনেছি৷ এভাবে কাউকে হুমকি দিয়ে টাকা নেয়ার বিষয়টি খুবই দুঃখজনক৷

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন এসআই মাজহারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই দোকানে অভিযান পরিচালনা করে৷

এদিকে পূর্বা টি সাপ্লাইয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিলেটটুডের হাতে এসেছে। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, ডিবি পুলিশের কয়েকজন সদস্য প্রথমে ওই দোকানে যান তারপর গুদামে গিয়ে চা পাতার কয়েকটি ব্যাগ নিয়ে আসেন৷ পরবর্তীতে ওই দোকানের সত্বাধিকারীকে সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিতে দেখা যায়৷

এ ব্যাপারে মৌলভীবাজার গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান সিলেটটুডেকে বলেন, এই ঘটনাটি আমি শুনেছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে৷

আপনার মন্তব্য

আলোচিত