রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর:

২৭ জুলাই, ২০২২ ০১:১৯

শাশুড়ি-ননদের সাথে ঝগড়া, ৪ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে শাশুড়ি ও ননদের সাথে ঝগড়ার পর গত ৪ দিন ধরে আখি আক্তার (২৭) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের পর দিন রোববার (২৪ জুলাই) ওই গৃহবধূর বাবা জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ বছর আগে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কামাল হোসেনের মেয়ে আখি আক্তার সাথে সুবিধপুর গ্রামের ছাদিক মিয়ার বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সৌদি আরবে চলে যান। এরপর থেকে প্রায় সময় আখির সঙ্গে শাশুড়ি ও ননদের ঝগড়া হত। গত শনিবার দুপুরে আখি তার ৫ বছরের কন্যা শিশুকে স্বামী বাড়িতে রেখে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

গৃহবধূর চাচাত ভাই আলীম আহমদে জানান, আমার বোনের সাথে তার শাশুড়ি ও ননদ প্রায়ই ঝগড়া করত। শনিবার রাতে বিদেশ থেকে আমার বোন জামাই মুঠোফোনে জানান, আখি আমাদের বাড়িতে এসেছে! তবে সে আমাদের বাড়িতে আসেনি এবং আত্মীয় স্বজনদের বাড়িও যায়নি।

ওই গৃহবধূর শাশুড়ি নেওয়া বেগম বলেন, ঘটনার দিন তার সাথে আমাদের কোন ঝগড়া হয়নি। দুপুরে হঠাৎ সে কাউকে কিছু না বলে মেয়েকে রেখেই একা একা বাবার বাড়িতে চলে যায়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, জিডির পর থেকে আখি আক্তারের সন্ধানে আমরা কাজ করে যাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত