বড়লেখা প্রতিনিধি:

২৯ জুলাই, ২০২২ ০১:২৩

বড়লেখায় পদক্ষেপের উদ্যোগে বন্যাদুর্গত ৩০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ

মৌলভীবাজারের বড়লেখায় দাসেরবাজার ইউনিয়নের বন্যাদুর্গত ৩০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়েছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ও পদক্ষেপের দাসেরবাজার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প হয়।

দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ বাগীরপার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপের দাসেরবাজার কার্যালয়ের ব্যবস্থাপক মতিউর রহমান।

পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাস সনির সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- পদক্ষেপের আঞ্চলিক ব্যবস্থাপক (সিলেট) মো. মুজিবুল হক ও দক্ষিণ বাগীরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল চন্দ্র নাথ।

চিকিৎসা দেন- পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ইউসুফ নবী, ডা. সনেট রায় ও ডা. তন্ময় দাস সনি।

আপনার মন্তব্য

আলোচিত