মোসাইদ রাহাত, সুনামগঞ্জ:

০৬ আগস্ট, ২০২২ ১৯:১০

‘৩ মাসের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত হবে’

সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভা‌গের স‌চিব এ‌বিএম আ‌মিন উল্লাহ নুরী বলেছেন, ‘সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে গণমাধ্যমে যেসব প্রতি‌বেদন করা হ‌য়েছে আমরা তা গুরু‌ত্বের স‌হিত দে‌খে‌ছি। যেসব সড়ক ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে সেসব সড়‌কের কাজ ই‌তিম‌ধ্যে প্রাথ‌মিকভা‌বে শুরু হ‌য়ে‌ছে। যেসব স্থা‌নের সড়‌কের ফ্লাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত হ‌য়ে‌ছি সেসব জায়গায় আমরা সমীক্ষা ক‌রে বিকল্প কিছু করার চেষ্টা কর‌ছি।’

শুক্রবার বি‌কে‌লে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়‌কের রাধানগর এলাকায় বন্যায় সড়‌কের ভাঙ্গন প‌রিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও ব‌লেন, আগা‌মি তিনমাসের ম‌ধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ শেষ হ‌বে।

এসময় সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভা‌গের প্রধান নির্বাহী এ‌কেএম ম‌নির হো‌সেন পাঠান ব‌লেন, যে‌ কোনো বড় ধর‌নের দু‌র্যো‌গে আমরা প্রথ‌মেই গুরুত্ব দেই আঞ্চ‌লিক মহাসড়ক ও মহাসড়ক। তারপর আমরা জেলার অভ্যন্তরীন সড়কগু‌লোকে গুরুত্ব দেই। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগু‌লোর প্রাথ‌মিক কাজ করা হচ্ছে, মধ্য মেয়াদী কাজ আমরা শীগ্রই শুরু কর‌বো।‌’

এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হো‌সেনসহ সড়ক বিভা‌গের কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ্য, এবা‌রের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলায় সড়ক বিভা‌গের ১৮৪ কি‌লো‌মিটার সড়‌কে‌র ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

আপনার মন্তব্য

আলোচিত