নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩ ২২:২৫

অদেখা অন্ধকার দূর করতে বইপ্রেমিদের বইবন্ধুত্ব গড়ার আহবান

অদেখা অন্ধকার দূর করতে বইবন্ধুত্ব সৃষ্টির আহবান জানানোর মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব।

বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটরের উদ্যোগে শনিবার (১০ জুন) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক বইপ্রেমী অংশ নিয়ে সহস্রাধিক বই বিনিময় করেন।

বেলা ৪ ঘটিকায় ইনোভেটরের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির তত্ত্বাবধানে গীতবিতান বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিনিময় উৎসবের।

ইনোভেটরের প্রতিষ্ঠাতা এবং মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক তাহমিনা ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, ইনোভেটর এর প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায়, লেখক পার্থ তালুকদার ও লেখক-সংগঠক জীবন কৃষ্ণ সরকার।

এছাড়া ইনোভেটরের সদস্য প্রমি দেব এর উপস্থাপনায় বই বিনিময় উৎসবের প্রেক্ষাপট নিয়ে স্বাগত বক্তব্য দেন ইনোভেটরে প্রতিষ্ঠাতা ও নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

উদ্বোধনের পর উপস্থিত বইপ্রেমীরা বই বিনিময়ে অংশ নেন। এ সময় ইনোভেটরের সদস্যরা তাদের সহযোগিতা করেন।

উল্লেখ্য, এ বছর তৃতীয়বারের মতো বই বিনিময়ের আয়োজন করেছে ইনোভেটর।

আপনার মন্তব্য

আলোচিত