
১০ মে, ২০২৪ ১৯:৩৮
সুনামগঞ্জের তাহিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে ৬ টি দোকানের কাপড়, চারটি মটর সাইকেল, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, আগুন দেখতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন একজন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার(০৯ মে)রাত ১১ টার দিকে তাহিরপুর উপজেলা সদরে বাজার কমিটির অফিস সংলগ্ন দোকান গুলোতে আগুনের ঘটনাটি ঘটে। আগুন লাগার পূর্বে থেকেই এলাকায় বিদ্যুৎ ছিল না।
আগুনের খবর শুনে আগুন লাগার দৃশ্য দেখতে এসে চন্দ রায় নামে এক ব্যবসায়ী গুরুত্ব অসুস্থ হলে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায়পাড়া)গ্রামের বাসিন্দা অনিল রায়ের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এরশাদ আলী।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছেন,বীর মুক্তিযোদ্ধা কাদির মিয়া (নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান), সজিব রায় (মোবাইল মেকানিক), রুবেল মিয়া (ষ্টিল ফার্নিচার), তপু আখঞ্জি (মেকানিক ও গ্যারেজ), এলিন মিয়া (মটর সাইকেল গ্যারেজ), রুবেল মিয়া (মটর সাইকেল মেকানিক)।
তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি ও সাধারণ সম্পাদক পারভেজ জামান ও ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় ২৫ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা একবারে পথে বসে গেছে।
প্রতক্ষদর্শী সাকিব মুন খোকন জানান, আমরা বেশ কয়েকজন বাজারেই ঘটনাস্থলের পাশেই বসে কথা বলছিলাম। এর মধ্যে আগুন লাগার খবর শুনে এগিয়ে যাই। সাথে সাথে চিৎকার দিলে বাজারে যারা ছিল তারা সবাই চলে আসে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা আসার আগে সবাই মিলে পানি দেই কিন্তু কোনো কাজ হয়নি। কিছু ক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বাজার কমিটির সভাপতি সেলিম আখঞ্জি, সম্পাদক পারভেজ জামান, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন ঘটনাস্থল উপস্থিত হন।
ক্ষতিগ্রস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জানান, আমি সহ আমার পরিবারের সকল সদস্য গ্রামের বাড়িতে ছিলাম। খরব পেয়ে এসে দেখি সব শেষ। প্রয়োজনীয় সকল কাগজ, নগদ টাকা, ব্যবসার মালামালসহ সব আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
তাহিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিল লিডার কালাম পাশা জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সুত্রপাতের কারন জানা যায়নি।
আপনার মন্তব্য