জগন্নাথপুর প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০১৬ ২০:৪০

জগন্নাথপুরে হত্যা ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুরে হত্যা ও ডাকাতি মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের মখই উল্লার ছেলে আঙ্গুর মিয়া (৪০), পাটলি ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের অব্দুল হেকিমের ছেলে দুলাল মিয়া (২৫) ও উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে আলী আহমদ (২৬)।

জানাগেছে, গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিন, এস আই আনোয়ার হোসেন, এস আই অনির্বাণ বিশ্বাস ও এ এস আই শাহ জামালের নেতৃত্বে পুলিশের পৃথকদল উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে উপজেলার গয়াসপুর গ্রামের সুলতান মিয়ার (বৃটিশ) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামালায় গৃহকর্তা সুলতান মিয়া নিহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় দায়েরকৃত হত্যা ও ডাকাতি মামলার আসামী আঙ্গুর মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া গ্রেফতারকৃত দুলাল মিয়া ও আলী আহমদ অন্য পৃথক ২ টি ডাকাতি মামলার পলাতক আসামী। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সোমবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত