শ্রীমঙ্গল প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৬ ১৫:০০

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. হারুনুর রশিদ জানান, সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে সকাল ৯টায় তাপমাত্রা কমে ৬ দশমিক ৪ এ নেমেছে।

তিনি আরও জানান, গত ২২ ডিসেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত