নিউজ ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৬ ১৯:২৫

আইজিপি পদক পাচ্ছেন ফেঞ্চুগঞ্জের ওসি নন্দন

সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) পদক পাচ্ছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে তাকে এই পদক তুলে দেবেন আইজিপি একে এম শহীদুল হক।

গত ২৫ জানুয়ারী পুলিশ হেডকোয়ার্টার থেকে এক ফ্যাক্সবার্তায় তাকে আইজিপি পদকের জন্য মনোনিত করা হয়েছে বলে জানানো হয়।

২০১৫ সালের ৩১ অক্টোবর ফেঞ্চুগঞ্জ থেকে ১০১ টি ককটেল ও তিনটি পাইপগানসহ দুই শিবিরকর্মীকে গ্রেপ্তারের কৃতিত্বের জন্য তাকে আইজিপি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

মৌলভীবাজারের শান্তিবাগ এলাকার নবেন্দু কুমার ধরের ছেলে নন্দন কান্তি ধর ২০০১ সালে সাব ইন্সপেক্টর (এসআই) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১১ সালে তিনি ইন্সপেক্টর (ওসি) হিসেবে পদোন্নতি পান। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ফেঞ্চুগঞ্জ থানার ওসির দ্বায়িত্ব পালন করছেন নন্দন কান্তি।

আপনার মন্তব্য

আলোচিত