সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪ ২১:৩৬

ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মী হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার হবে। ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ। তূণমূল বিএনপির নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা। বিএনপির সাংগঠনিক ভিত্তি আরো বেশি মজবুত করতে সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ, কাজী আহমদ শাহরিয়ার নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কায়ছান মাহমুদ সুমন, দেওয়ান জাকির খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল মনতাসির চৌধরী সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ,  মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মীর সুহেল, হুমায়ুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহ মাহমুদ আলী প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত