০৪ নভেম্বর, ২০২৪ ২৩:০৭
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও বসতঘর উচ্ছেদের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইস্তফা মিয়া। রাজন মিয়া, জয়নাল আবেদীন, সাহেব আলী, শাহ আলম, শাহাব উদ্দিন ও আবদুস সালামসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা রেখে এই মামলা দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৬ নং আসামী আবদুস সালামকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে এজহার নামীয় ৬নং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সকালেই আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, বসত ভিটা সংক্রান্ত জেরে শনিবার (২ নভেম্বর) সকাল ৭টায় পুলিশ সদস্য রুবেল আহমদ, তার ভাই ইস্তফাসহ ৬জনের বসত ঘর উচ্ছেদ করে দেয় প্রতিপক্ষের লোকজন। এঘটনার জেরেই মামলা করেন তারা।
আপনার মন্তব্য