০৪ নভেম্বর, ২০২৪ ২৩:১৬
হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মো: দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমমদপুর গ্রামে অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবাসহ মো: আল আমিন (২২) নামে এক যুবককে আটক করেন। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো: লিয়াকত আলী'র পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
আপনার মন্তব্য