জগন্নাথপুর প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৪ ১৩:৩৩

জগন্নাথপুর হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কোরআনের প্রতিযোগিতা হয়েছে রোববার (৩ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় টিএম হিফজুল কোরআন মাদরাসায় হুফফাজুল কোরআন জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা মঈনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম আনোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জেলা সহ সভাপতি মুফতি জিয়াউল হক, জেলা শিক্ষা সম্পাদক হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন, নলজুর হোল্ডিংস কর্পোরেশনের এমডি এন্ড সিইও জামাল উদ্দিন বেলাল, শফিকুল ইসলাম ভূইয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ শফি, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আলী হোসেন খান, সাংবাদিক রিয়াজ রহমান, হাফিজ শেয়খুল ইসলাম, হাফিজ আসজদ আহমদ, হাবিবুর রহমান, হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।

পরে বিজয়ী ছাত্রদের মাঝে প্রতিযোগীয় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত