০৫ নভেম্বর, ২০২৪ ১৩:৩৯
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এফআইভিডিবি’র উদ্যোগে ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচ কে আই) এর সহযোগিতায় অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা তুহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডা. যতন ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমির চন্দ্র তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন।
উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর নিহার সিনহা, বিধান জন কস্তা, শাহীন আলী, মোজাফফার তানভীর, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি কাজে সহযোগিতা করতে এবং বেসরকারি ভাবে এফআইভিডিবি’র মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের পাঁচ বছরের নিচে যে সব শিশু পুষ্টিহীনতায় ভুগছে তাদের খুঁজে বের করে মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করতে এফআইভিডিবি কাজ করে যাবে।
আপনার মন্তব্য