০৫ নভেম্বর, ২০২৪ ১৩:৪১
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সুমন মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুমন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, রোববার রাতে রানীগঞ্জ এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আপনার মন্তব্য