গোলাপগঞ্জ প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৪ ১৯:০৮

গোলাপগঞ্জে দিনেদুপুরে ১ লক্ষ টাকা ছিনতাই

গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের পাহাড় লাইন সড়কে ১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ইউনিয়নের পাহাড় লাইন সড়কের আলবিনা গার্ডেনের পাশে এ ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলসাইন্দ নাগা টিল্লার দুজন নারী ঢাকাদক্ষিণ বাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে আসছিলেন। আসার পথে আলবিনা গার্ডেন ছেড়ে যাওয়া মাত্র মোটরসাইকেল নিয়ে দুজন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক ছুটে যায়। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত