০৫ নভেম্বর, ২০২৪ ১৯:১৯
ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারকে আহ্বায়ক এবং আব্দুল করিম কিমকে সদস্য সচিব করে সিলেটে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর লাংথুরাই রেস্তোরাঁয় পরিবেশ ও সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিষ্ট স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরা’র উপদেষ্টা কমিটির সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক ও প্রবাসী কমিউনিটি নেতা নজরুল ইসলাম বাসন ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাষ্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।
ধরা’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল করিম কিমের সঞ্চালনায় আলোচনা সভার সূচনা বক্তব্য দেন ধরা'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিল।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে ধরা'র শরীফ জামিল বলেন, পরিবেশের জন্য যত বেশি সংগঠন হবে তত বেশি কাজ হবে। তবে সংগঠনকে নীতি-আদর্শকে ধরে রাখতে হবে। পরিবেশ সংরক্ষণে নির্মোহভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতেই আমরা এই সংগঠনের আত্মপ্রকাশ করেছি।
আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শোয়েব আহমেদ মতিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস ও সহযোগী অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সিলেট এমএজি মেডিকেল কলেজের ডা. এনামুল হক, হাবিবনগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির লিটন, সংস্কৃতিকর্মী নাহিদা খান সুর্মি।
সভায় সম্প্রতি নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার গ্রহণ করা খোয়াই রিভার ওয়াটারকিপার ও ধরার প্রোগ্রাম কমিটি হাওর রক্ষায় আমরা-এর সমন্বয়ক তোফাজ্জল সোহেলকে সম্মাননা প্রদান করা হয়। পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এই পদক দেয়া হয়। এছাড়া রাতারগুল মাঝেরঘাটের মাঝি সোনা মিয়া'র পক্ষ থেকে সভার সভাপতি সুলতানা কামালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সিলেটে গঠন করা ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, নাসিমা চৌধুরী, আইনজীবী সুদীপ্ত অর্জুন ও গোলাম সোবহান চৌধুরী দিপন, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, সাংস্কৃতিক কর্মী সুজিত শ্যাম জন, রেজাউল কিবরিয়া লিমন, ডা. এনামুল হক, সমাজকর্মী রোমেনা বেগম রোজী, রিনি চৌধুরী, স্থপতি মিনহাজুল আবেদিন চৌধুরী, সোহাগ তাজুল আমিন, ও সংস্কৃতিকর্মী নাহিদা খান সুর্মি।
আপনার মন্তব্য