নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৪ ২২:৪২

জাফলং থেকে ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ৮ কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ পণ্য জব্দ করা হয়।

এটি এ যাবৎকালের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে, ম্যাজিস্টেট পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

গত কয়েকদিন ধরে ভারতীয় চোরাচালান বেড়েছে সিলেটের সীমান্তে। বিশেষ করে শীত মৌসুম হওয়ায় বিভিন্ন ধরনের পোষাক আসছে বিভিন্ন সীমান্ত দিয়ে। এছাড়া চিনি আসা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় সীমান্তে সতর্ক নজরদারি বাড়িয়েছে বিজিবি। প্রায় প্রতিদিনই ধরা পড়ছে চোরাচালানের পণ্য।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের অভিযানে উদ্ধার হয়েছে  ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকার ভারতীয় চোরাই পণ্য।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি ২ হাজার ৯০৭ পিস, কাশ্মীরি শাল ১ হাজার ১৬২ পিস, থ্রি পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১৬০ মিটার, মখমলের সোফার কভার ১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১ হাজার ৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস, ব্রিকস চকলেট ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩ হাজার ২৬০ পিস। এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে জব্দ তালিকায়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ধরা পড়ছে চোরাচালান। উদ্ধার হওয়া চোরাচালান পণ্যের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত