রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

০৯ নভেম্বর, ২০২৪ ২২:১৮

জগন্নাথপুরে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে গ্রামবাসীর সভা

সুনামগঞ্জের জগন্নাথপুরের ইকড়ছই-চিলাউড়া সড়কের সংস্কার ও প্রশস্তকরণ দাবিতে সভা হয়েছে।

শুক্রবার( ৮ নভেম্বর) বিকালে চিলাউড়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় চিলাউড়া বাজারে এলাকার বিশিষ্ট মুরব্বী সাবেক ইউপি সদস্য সুরুত আলীর সভাপতিত্বে ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রব, মাওলানা সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাওলানা মো. আলী আক্কাস, স্পেন প্রবাসী হারুনুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসী মো. আরজু মিয়া, সমাজকর্মী বিশিষ্ট সমাজ সেবক ছায়াদ মিয়া, দিলোয়ার হোসেন, রুজিল ইসলাম, তরুণ ছাত্রনেতা তুহিনুর রহমান, ছাত্র শিবির সিলেট এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, শিক্ষার্থী জসীম উদ্দিন রাহমানী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-ইকড়ছই-চিলাউড়া সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়াতে সড়কজুড়ে ভাঙন, ছোট ছোট গর্ত ও অসংখ্য খানাখন্দে সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে হয়েছে। এরমধ্যে সড়কটি সরু হওয়াতে চলাফেরা দুরূহ, কষ্টকর হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়তে দুর্ভোগের শিকার হচ্ছে ইউনিয়নবাসী। তাই এলাকাবাসীর দুর্ভোগ লাগবে দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দাবি জানানো হয়।

স্থানীয় বাসিন্দা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারহীন হয়ে পড়ার জনদুর্ভোগ বেড়েছে। এরমধ্যে সড়কের প্রশস্ত কম হওয়াতে পায়ে হেঁটে চলাফেরা করা দুরূহ হয়ে উঠেছে। দ্রুত সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, দুই দফা বন্যায় সড়কটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সড়কের স্থানীয় ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে থেক চিলাউড়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটারের মধ্যে ২ কিলোমিটার সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় আছে। আশা করছি, টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত