১১ নভেম্বর, ২০২৪ ২১:০৪
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে নদীর পাড় হতে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার (১১ নভেম্বর) সকালে ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় কতিপয় যুবকরা, এসময় গাছে সাথে বাঁধা অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের জনতা এগিয়ে এসে পুলিশকে সংবাদ দেন। এরপর ঘটনাস্থলে পলিশ পৌছে বৃদ্ধের লাশ উদ্বার করে।
তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের সাজিদ মিয়া (৭০) বলে চিহ্নিত করেন স্থানীয় জনতা। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা বলে জানা যায়।
গত ১০ নভেম্বর সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে চানাচুর বিক্রি করতে যান পরের দিন তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়।
এলাকাবাসী দাবি করেন, সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায় দর্বৃত্তরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশের সুরতহাত তৈরি করা হয়ে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আপনার মন্তব্য