১২ নভেম্বর, ২০২৪ ১৯:৪৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে প্রতাপুর বিওপির সীমান্ত পিলার ১২৭২/১ এলাকার মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে রুবিনা আক্তার, ঢাকার নবাবগঞ্জ উপজেলার সূর্যখালীর দেলোয়ার মিয়ার মেয়ে লাবনী আক্তার, চাঁদপুরের মতলব উপজেলার সুজাতপুরের বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম ও ঢাকা রামপুরার খিলগাঁও এলাকার উত্তর রামপুরার রমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার।
বিজিবি জানিয়েছে, মানব পাচারকারীর সহায়তায় তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। পরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রতাপপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
আপনার মন্তব্য